২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১১:৩৭
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১১:৩৭

প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা,

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (২০শে মে) প্রথম দুুই ওয়ানডের জন্য তামিম ইকবালের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তরুণ পেসার শরিফুল ইসলাম।
এর আগে ৩টি টি-টোয়েন্টি ও ১টি টেস্ট খেলা হলেও বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখনও ওয়ানডে অভিষেক হয়নি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী শরিফুলের।
স্কোয়াডে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে প্রাথমিক দলে থাকলেও মূল দলে জায়গা হয়নি ওপেনার ইমরুল কায়েসের। স্ট্যান্ডবাই হিসেবে থাকবেন নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।
বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম।

Facebook
Twitter
LinkedIn