পশ্চিমবঙ্গের ভবানীপুর আসন থেকে বিধায়ক পদ ছেড়ে দিচ্ছেন শোভন দেব চট্টোপাধ্যায়। বিধানসভায় ওই আসন থেকে লড়তে পারেন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সূত্রের বরাতে এ তথ্য দিয়েছে কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মমতা। তাই তার পুরনো আসন ভবানীপুর থেকে লড়েন শোভন দেব। ক্ষমতাসীন দল বিজেপির অভিনেতা প্রার্থী রুদ্রনীল ঘোষকে পরাজিত করেন তিনি। অন্যদিকে নন্দীগ্রামে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা।
আনন্দবাজার বলছে, নন্দীগ্রামে মমতা জয় না পাওয়ায় নিয়মমাফিক তাকে অন্য কোনো আসন থেকে জয় লাভ করে আসতে হবে। তাই নিজের পুরনো কেন্দ্র ভবানীপুর থেকেই মমতা উপনির্বাচনে লড়াই করবেন। সেই লক্ষ্যে আজ শুক্রবার বিধানসভায় গিয়ে পদত্যাগ করবেন তৃণমূলের বয়োজ্যেষ্ঠ রাজনীতিক শোভন দেব। এর পরই আসনটি শূন্য ঘোষণা করা হবে।
তৃণমূলের নিবেদিত প্রাণ শোভন দেব অত্যন্ত জনপ্রিয় নেতাও। তিনিই দলটির প্রথম বিধায়ক। একসময় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের কংগ্রেস বিধায়ক ছিলেন শোভন দেব। তৃণমূল গঠনের পর ১৯৯৮ সালে বারুইপুরের বিধায়ক পদ ছেড়ে রাসবিহারি উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হন। কংগ্রেস বিধায়ক হৈমী বসুর মৃত্যুতে ওই কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। শোভন দেবের সেই উপনির্বাচনে জয়েই প্রথম বিধানসভায় প্রবেশ তৃণমূলের।