২০১৭ সালে ন্যু-ক্যাম্প ছেড়েছেন নেইমার। সেই থেকে এখন পর্যন্ত দেনা-পাওনা নিয়ে কাতালান ক্লাবটির সঙ্গে আইনি যুদ্ধ চলছে ব্রাজিলিয়ান সুপারস্টারের। তবে প্রাক্তন ক্লাবের সঙ্গে লড়াই থামাতে অর্থনৈতিক সমঝোতার প্রস্তাব পেয়েছেন নেইমার। এমনটাই দাবি করছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দো।
২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমান। আর সেই সময় থেকেই ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তার অর্থনৈতিক দ্বন্দ্ব শুরু হয়।
২০১৬ সালের শেষ দিকে বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন নেইমার। চুক্তি নবায়নের সিদ্ধান্তে পুরস্কারস্বরূপ তাকে বিশাল অঙ্কের বোনাস দেয়ার প্রতিশ্রুতি দেয় বার্সেলোনা। বোনাসটি ২০১৭ সালের আগস্টে প্রাপ্তির কথা ছিল নেইমারের।এরই মধ্যে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফির বিনিময়ে পিএসজির প্রস্তাব পান নেইমার। বোনাস নিশ্চিত করতে বিষয়টি চেপে রাখেন তিনি। এরপর আগস্ট আসার সঙ্গে সঙ্গে নিজের বোনাসের শর্ত মিটিয়ে পিএসজিতে যোগ দেন নেইমার।
প্যারিসে ঘাটি গেড়েই বোনাসের অর্থ দাবি করেন নেইমার। চুক্তি নবায়ন করে তার এমন সিদ্ধান্ত মানতে পারেনি বার্সেলোনাও। বোনাস দিতে অস্বীকৃতি জানালে কাতালুনিয়া আদালতে বার্সার বিরুদ্ধে মামলা দায়ের করেন নেইমার। বকেয়া হিসেবে ৪ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ইউরো দাবি করেন তিনি।
এ ব্যাপারে বার্সেলোনার পক্ষেই রায় দেয় আদালত। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী বোনাস বেতনরই অংশ। নেইমার যতদিন ক্লাবে ছিলেন, বার্সা তাকে ঠিকঠাক বেতনই দিয়েছে। বরং নেইমারকেই ৬৭ রাখ ইউরো ফেরত দিতে বলা হয়।
গত বছরের ৪ঠা আগস্ট এই রায়ের বিরুদ্ধে আবার আপিল করেন নেইমার।
এল মুন্দো জানায়, বার্সেলোনা ও নেইমারের মধ্যে একধরনের অর্থনৈতক সমঝোতা হয়েছে। বার্সেলোনা নেইমারের কাছে ১১ কোটি ৬৭ লাখ ইউরোর বকেয়া দাবি ছেড়ে দেবে, যদি নেইমার বার্সেলোনার কাছে ৪ কোটি ৭১ লাখ ইউরোর দাবি ছেড়ে দেন।