২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ২:৪৪
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ২:৪৪

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৫

পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুই যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৬৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০০ জনে। সোমবার ভোরে দেশটির সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার ধারকি শহরের কাছে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। খবর: ডন, বিবিসি।

দুর্ঘটনার পর পরিস্থিতি বিবেচনায় ঘোটকি, ধারকি, ওবারো ও মিরপুর মাথেলো এলাকার হাসপাতালগুলোয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং চিকিৎসক ও প্যারা-মেডিকেল স্টাফদের সবাইকে হাসপাতালে কাজে যোগ দিতে নির্দেশ দেয়া হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ দুর্ঘটনায় ‘হতাশা’ প্রকাশ করে দায়ীদের খুঁজে বের করতে পূর্ণ তদন্তের ‘আশ্বাস’ দিয়েছেন।

রেলওয়েটির মুখপাত্র জানান, পাকিস্তান রেলওয়ের নীতি অনুযায়ী, নিহত প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ রুপি করে এবং আহতদের ৫০ হাজার থেকে ৩০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেবে কর্তৃপক্ষ।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনকে গতকাল মঙ্গলবার ঘোটকি জেলার এসএসপি ওমর তোফায়েল জানান, দুর্ঘটনার পর থেকে উদ্ধারকাজ চললেও রাতে একসঙ্গে আরও ১১টি মৃতদেহ উদ্ধারের পর নিহত মানুষের মোট সংখ্যা দাঁড়ায় ৬৫ জনে। মৃতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৩৪ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

তিনি আরও বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি। কারণ ট্রেনের ভেতরে থাকা কয়েকজন পুলিশ সদস্যকে আমরা এখনও খুঁজে পাইনি।

পাকিস্তান রেলওয়ের (পিআর) মুখপাত্র জানিয়েছে, সোমবার ভোররাত সাড়ে ৩টায় এ দুর্ঘটনাটি ঘটে। সেসময় করাচি থেকে সারগোদা নামক গন্তব্যে যাওয়ার সময় মিল্লাত এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী লাইনে উঠে যায়। পাশের ওই লাইনে এসময় রাওয়ালপিন্ডি থেকে ছেড়ে আসা স্যার সাইয়েদ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মিল্লাত এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের এই ঘটনা ঘটে। ধারকি শহরের কাছে রাইতি রেলওয়ে স্টেশনের একটু আগে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

Facebook
Twitter
LinkedIn