চলতি প্রজন্মের নায়িকা আইরিন সুলতানা। ২০০৮ সালের ‘প্যান্টেন ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় ‘সেরা হাসি’র পুরস্কার পাওয়ার পর থেকে বিনোদন মাধ্যমে যাত্রা শুরু তার। র্যাম্প থেকে আসা আইরিন কয়েক বছর ধরে চলচ্চিত্রে মনোযোগী হয়েছেন। এরইমধ্যে তার বেশকিছু ছবি মুক্তি পেয়েছে। সবশেষ এই নায়িকাকে ‘গন্তব্য’ সিনেমায় দেখা গেছে। আর জেসমিন আক্তার নদীর পরিচালনায় ‘চৈত্র দুপুর’ সিনেমার শুটিং করেছেন। তবে করোনার কারণে আপাতত শুটিং থেকে নিজেকে বিরত রেখেছেন। এদিকে এই সময়ে চলচ্চিত্রের অনেক তারকাই ওয়েব প্ল্যাটফরমের দিকে ঝুঁকছেন।
নতুন এ মাধ্যমে ঝলক দেখানোর চেষ্টা করছেন। যেহেতু এখন প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি পাওয়ার মতো পরিবেশ তৈরি হয়ে ওঠেনি। ওয়েব নিয়ে আইরিনের ভাবনা কী জানতে চাইলে তিনি বলেন, এখন ওটিটির জন্য খুব ভালো ভালো সিনেমা নির্মিত হচ্ছে। মানসম্মত কাজের প্রস্তাবের অপেক্ষায় আছি। কোন মাধ্যমে সিনেমা মুক্তি দেয়া হলো সেটা নিয়ে মাথা ঘামাতে চাই না। কারণ সবগুলোই তো সিনেমা। আর যুগের সঙ্গে তো তাল মেলাতে হবে। বাইরের দেশে বড় বড় তারকারা যখন ওয়েবে কাজ করছেন। আমাদেরও কাজ করতে হবে। আমি একটু সময় নিচ্ছি পরিচিত হওয়ার জন্য। কিন্তু সত্যি আমার এখানে কাজের ইচ্ছা আছে।