২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১১:৪৪
২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১১:৪৪

লেবাননে তিন দিনের শোক ঘোষণা

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭৮ জনের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তিন দিনের শোকা ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার শহরের বন্দর এলাকার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রাণহানির পাশাপাশি ধ্বংসপ্রাপ্ত হয়েছে ভবন, গাড়ি ও বিভিন্ন ধরনের স্থাপনাও। বিবিসি জানিয়েছে, হতাহতের ঘটনায় বুধবার থেকে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে লেবাননে। বিস্ফোরণের পর উদ্ধার তৎপরতা শুরু হয়েছে; যা এখনও চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আহত হয়েছেন চার হাজারের বেশি মানুষ। দেশটির সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ ট্রাইব্যুনালের রায়ের তিন দিন আগে সংঘটিত এই বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়।

Facebook
Twitter
LinkedIn