২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৫৫
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৫৫

লকডাউনে কতদিন সেনা মোতায়েন থাকবে?

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নামবে সেনাবাহিনী।

সরকারের এমন সিদ্ধান্ত ঘোষণার পর বুধবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “করোনাভাইরাসের বিস্তাররোধে আরোপিত বিধি-নিষেধ বাস্তবায়নের জন্য ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় ১-৭ জুলাই পর্যন্ত সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।”

জেলা ম্যাজিস্ট্রেটরা স্থানীয়ভাবে সেনা মোতায়েনের বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত বছর দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর লকডাউন দেওয়া হলে তখনও সেনা মোতায়েন হয়েছিল।

মাঝে পরিস্থিতির উন্নতিতে বিধি-নিষেধ শিথিল হলেও সংক্রমণ ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার।

এই সময়ে সব অফিস-আদালত বন্ধ থাকছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলে শাস্তি হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এসব বিধি-নিষেধ মানানোর ক্ষেত্রে বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে সশস্ত্র বাহিনীর সদস্যরা।

Facebook
Twitter
LinkedIn