২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৬:৩৯
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৬:৩৯

মডার্নার ১২ লাখ ও সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে

কো-ভ্যাক্স থেকে পাওয়া মডার্নার ১২ লাখ ডোজ এবং চীন থেকে কেনা সিনোফার্মের ১১ লাখ ডোজ করোনা টিকা ঢাকায় পৌঁছেছে।

আজ শুক্রবার (২ জুলাই) রাত ১১ টা ২০ মিনিটে মডার্না টিকার ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এরপরই শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে সিনোফার্মের টিকার ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উপস্থিতিতে মডার্নার টিকা বাংলাদেশের কাছে হস্তান্তর করে যুক্তরাষ্ট্র দূতাবাস।

মডার্নার ভ্যাকসিন গ্রহণ করে ভ্যাকসিন দেবার জন্য যুক্তরাষ্ট্রকে আন্তরিক ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী। আগামী আগস্টে ভারত থেকে অ্যাস্টেজেনেকার টিকা পাবার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, প্রতিটি নাগরিকের জন্য ভ্যাকসিন কেনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। টাকা নিয়ে সমস্যা নেই।

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, মহামারি মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

আগামীকাল শনিবার (৩ জুন) সকালে মর্ডানার আরো ১৩ লাখ টিকা ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার যুক্তরাষ্ট্রের মাধ্যমে মডার্নার মোট ২৫ লাখ টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ।

এদিকে, চীন থেকে সিনোফার্মের ৫০ লাখ ডোজ টিকা কিনেছে সরকার। তারই ১১ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছালো।

Facebook
Twitter
LinkedIn