৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:৩৭
৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:৩৭

ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৩৫ জনে।

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৩৫ জনে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ হাজার মানুষ। মঙ্গলবার রাতে বৈরুতের বন্দর এলাকার ওই বিস্ফোরণে এখনও অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছেন বলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংলিষ্টরা। এদিকে রাজধানীজুড়ে দুই সপ্তাহের জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ দুর্ঘটনায় বৈরুতের অন্তত তিন লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন বলেও জানান স্থানীয় গভর্নর মারওয়ান আবৌদ। ভয়াবহ ওই বিস্ফোরণের পর রাজধানীর নিরাপত্তা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় শহরটির অর্ধেকই ধূলিসাৎ হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

Facebook
Twitter
LinkedIn