মাত্র ১৩ বছর বয়সে নারীদের স্কেটবোর্ডিংয়ে স্বর্ণ পদক জিতে ইতিহাস গড়লেন জাপানের অ্যাথলেট মোমিজি নিশিয়া।
একই ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন ১৩ বছর বয়সী রাইসা লিয়াল। ব্রোঞ্জ পদক জিতেছেন জাপানের ১৬ বছর বয়সী ফুনা নাকায়ামা।
নিশিয়ার আগে ছেলেদের একই ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন জাপানের য়ুতো হোরিগোম। তিনি হলেন স্কেটবোর্ডিংয়ে অলিম্পিকের ইতিহাসে প্রথম স্বর্ণ পদক জয়ী।
নারীদের ইভেন্টে অলিম্পিক স্কেটবোর্ডিংয়ে প্রথম স্বর্ণ পদক জিতে ইতিহাস গড়লেন নিশিয়া।