২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৪৬
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৪৬

রবির আর্থিক প্রতিবেদনের উপর বিশেষ নিরীক্ষার সিদ্ধান্ত

পুঁজিবাজারের তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের আর্থিক অবস্থার উন্নয়নে বিশেষ নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন নিরিক্ষনের জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে বিএসইসি।
রবি আজিয়াটার আর্থিক দুর্বলতা চিহ্নিত করতে বিশেষ নিরীক্ষায় কোন কোন বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে, তা নির্ধারণ করবে গঠিত কমিটি।

সম্প্রতি অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

কোম্পানিটির জন্য গঠিত কমিটির সদস্যরা হলেন- কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমদ, অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান।

জানা গেছে, রবি আজিয়াটাকে নিয়ে যে বিশেষ নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে, তা কোম্পানির উন্নয়নে করা হবে। যাতে বহুজাতিক কোম্পানি হিসেবে কোম্পানিটি সুনাম অক্ষুণ্ন রাখতে পারে। এ কোম্পানিতে যেহেতু বিনিয়োগকারীদের বিনিয়োগ রয়েছে, সেহেতু তাদের স্বার্থ রক্ষা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ নিরীক্ষা করে কোম্পানির কোথায় ঘাটতি রয়েছে তা বের করা হবে এবং পরবর্তী সময়ে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২১) রবি আজিয়াটার সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে (জানুয়ারি-মার্চ, ২০২০) কোম্পানির সমন্বিত ইপিএস ছিল ৪ পয়সা। সে হিসেবে কোম্পানির সমন্বিত ইপিএস ৩ পয়সা বা ৭৫ শতাংশ বেড়েছে।

এদিকে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২১) রবি আজিয়াটার সমন্বিত ইপিএস হয়েছে ৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে (এপ্রিল-জুন, ২০২০) সমন্বিত ইপিএস ছিল ১৩ পয়সা। সে হিসেবে কোম্পানির সমন্বিত ইপিএস ৪ পয়সা বা ৩০.৭৬ শতাংশ কমেছে।

চলতি হিসাব বছরের অর্ধবার্ষিক বা ৬ মাসে (জানুয়ারি-জুন, ২০২১) রবি আজিয়াটার সমন্বিত ইপিএস হয়েছে ১৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে (জানুয়ারি-জুন, ২০২০) সমন্বিত ইপিএস ছিল ১৬ পয়সা। সে হিসেবে কোম্পানির সমন্বিত ইপিএস ১ পয়সা বা ৬ শতাংশ কমেছে।

এর আগে ২০২০ সালে রবি আজিয়াটার সমন্বিত ইপিএস ছিল ৩৩ পয়সা। ২০১৯ সালে সমন্বিত ইপিএস ছিল ৪ পয়সা। ২০১৮ সালে সমন্বিত ইপিএস ছিল ৪৬ পয়সা।

২০২০ সালের শেয়ারবাজার তালিকাভুক্ত হয় রবি আজিয়াটা। কোম্পানির মোট পরিশোধিত মূলধন ৫ হাজার ২৩৭ কোটি ৯৩ লাখ টাকা। ‘এন’ ক্যাটাগরির এই কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৫২৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৮৯৫টি। এর মধ্যে চলতি হিসাব বছরের সর্বশেষ ৩১ জুলাই পর্যন্ত উদ্যোক্তা পরিচালকদের হাতে ৯০.০৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১.৭৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৮.২২ শতাংশ শেয়ার রয়েছে। সোমবার কোম্পানির সর্বশেষ লেনদেন হয়েছে ৪২ টাকায়।

Facebook
Twitter
LinkedIn