২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১:৫৩
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১:৫৩

২নং ওয়ার্ড কাউন্সিলর মশানিধনে পরিচ্ছন্ন কর্মীদের সাথে মাঠে।

এ এস এম লিটন –

ক্ষমতা নয় জনতার ভালোবাসা হলো আসল জয়, ভালোবাসতে চাই, সকলের দোয়া চাই এটাই আনিসুর রহমান আনিসের ভাষ্য। অহংকার হিংসাত্মক নৈরাজ্য সৃষ্টি বাদীকে উনি ঘৃনার চোখে দেখেন, সবার পাশে থেকে সবাইকে নিয়ে নেশা মুক্ত সমাজ গড়তে চান উনি,বিশ্বাস করেন মানুষ চাইলেই অসম্ভব কে সম্ভব করতে পারে, একটি সুষ্ঠ স্বাভাবিক সমাজ গড়ে তুলতে হলে সবাইকে একত্রে কাজ করতে হবে এটাই উনার আহবান।

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24
২নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান

যোগাযোগ ব্যবস্থাঃ আনিসুর রহমান সরকার এলকার যোগাযোগ ব্যবস্থার জন্য নতুন কয়েকটি রাস্তা তৈরি সহ সংস্কার করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বনশ্রী হতে গোড়ানের সংযোগ এবং গোড়ান বাসাবো সংযোগ সড়ক ইত্যাদি। তাছাড়া প্রতিটি সড়কের মেরামত, পাথর ঢালাই, পিচ ঢালাই দিয়ে করেছেন পরিস্কার পরিচ্ছন্নতাঃ তাঁর ওয়ার্ডের রাস্তা-ঘাট পরিস্কার করার লক্ষ্যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের সাথে নিয়ে অত্র ওয়ার্ডের প্রতিটি মহল্লা নিজে উপস্থিত থেকে এবং যখন যেই মহল্লা পরিস্কারের জন্য ঝাড়ু হাতে নেন সেই মহল্লার যুবকদের সাথে নিয়ে রাস্তাঘাট পরিস্কারের ব্যবস্থা করেন। (দক্ষিন গোড়ানের একাংশের ছবি দেয়া হলো) মশা নিধনঃ মশার যন্ত্রনা ঢাকা বাসীর জন্য একটি পুরানো সমস্যা কিন্তু সত্যি কথা হলো আমাদের ওয়ার্ডে কয়েক বছর যাবৎ মশার তেমন উৎপাত নেই বললেই চলে।

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24

মশার ঔষধ রীতিমতোই দেয়া হয়ে এবং জনাব আনিসুর রহমান নিজেই মশার ঔষধ মেশিন দিয়ে এবং তরল ঔষধও নিজে ছিটিয়ে দেন মাঝে মাঝে। আসলে তিনি নিজে দেয়ার কারন হলো সংশ্লিষ্ট কর্মীদের উৎসাহ দেয়া। যখন একজন জনপ্রতিনিধি নিজে কর্মীর মেশিন হাতে নেন তখন কর্মীর কাজের প্রতি উৎসাহ দ্বিগুন বেড়ে যায়। আনিসুর রহমান বলেন ধমক দিয়ে নয় ভালবাসা দিয়ে কাজ আদায় করাই তাঁর ধর্ম।

Facebook
Twitter
LinkedIn