আফগানিস্তান থেকে দেশে ফিরতে ১৫ বাংলাদেশীর মধ্যে ১২ জন শনিবার দুই দফায় কাতারে পৌঁছেছেন। বাকি তিনজন কাবুল রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস এ তথ্য জানিয়েছেন।
গত বৃহস্পতিবার কাবুল থেকে ওই ১৫ বাংলাদেশীর সাথে ১৬০ শিক্ষার্থীরও বাংলাদেশে আসার কথা ছিল। এসব আফগান শিক্ষার্থীর মধ্যে ১৫০ জন শনিবার কাতারে পৌঁছেছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) জানিয়েছেন।
রাতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, কাতার থেকে একটি বিশেষ ফ্লাইটে আফগান শিক্ষার্থীসহ তারা দেশে ফিরবেন।
এই ১৬০ আফগান শিক্ষার্থী চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়েন। ছুটিতে বাড়ি গিয়ে তারা সেখানে আটকা পড়েন, কারণ তালেবান কাবুল দখল করে নেয়ার পর তারা ফেরার ফ্লাইট পাচ্ছিলেন না।
গত বুধবারই ১২ বাংলাদেশী নাগরিক ও আফগান শিক্ষার্থদের দেশে আসার কথা ছিল। কিন্তু সন্ত্রাসী হামলার সতর্কতার কারণে সেদিন তাদের কাবুল বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। তারা ফিরে যাওয়ার ঘণ্টাখানেক পর বিমানবন্দরের বাইরে আইএসের আত্মঘাতী বোমা হামলায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়।