২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ২:০৩
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ২:০৩

নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিং নিয়ে মধুর সমস্যায় বাংলাদেশ

লিটন দাস দলে ফেরায় নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ওপেনিং স্লট নিয়ে মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

নিয়মিত ওপেনার তামিম ইকবাল ও লিটনের অনুপস্থিতিতে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ওপেনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সৌম্য সরকার ও নাইম শেখ। কিন্তু তারা সফল হননি। ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সৌম্য। তবে ওই সিরিজে পিচ কঠিন হওয়ায়, আরো একটি সুযোগ পেতেই পারেন তিনি।

প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে কে-কে ওপেনার হিসেবে খেলবেন, তা এখনো ঠিক করা হয়নি।

তিনি বলেন, ‘সম্প্রতি টি-টুয়েন্টি ক্রিকেটে আমরা ওপেনিংয়ে রেকর্ড জুটি গড়েছি। তাই এটিকে কোনো সমস্যা হিসেবে দেখছি না।’

ডোমিঙ্গো আরো বলেন, ‘লিটন দলে ফিরেছেন। একাদশ কী হতে চলেছে তা জানতে আমাকে কাল নির্বাচকদের সাথে বসতে হবে। আমাদের তিন জন সৌম্য-লিটন এবং নাইম আছে যারা ব্যাটিং শুরু করতে পারে। নির্বাচক প্যানেলের সাথে আলোচনা করে আমরা পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে একটি সিদ্ধান্ত নিবো।’

ডোমিংগো আরো জানান, তিনি ওপেনিং নিয়ে ওপেনারদের প্রতিযোগিতা উপভোগ করছেন এবং এখানে কঠোর প্রতিযোগিতা হচ্ছে। এই সমস্যায় বারবার পড়তে পছন্দ করবেন তিনি।
সূত্র : বাসস

Facebook
Twitter
LinkedIn