২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:৪৮
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:৪৮

অস্ট্রেলিয়াকে হটিয়ে র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো ষষ্ট স্থানে বাংলাদেশ

টি-টোয়েন্টি ক্রিকেটে খরগোশের গতিতে র‌্যাংকিং আগালো বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ে শুরু। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টানা দুই জয়। সব মিলিয়ে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে দলগতভাবে বাংলাদেশের অবস্থান এখন ৬। যা প্রথমবারের মতো। সাতে নেমে গেছে প্রতাপশালী অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয়ের পর বাংলাদেশের অবস্থান ছিল সাত। এখন ছয়ে। যদিও এটি আনুষ্ঠানিক র‌্যাংকিংয়ের হালনাগাদ করেনি আইসিসি। তবে আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটের র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান দেখাচ্ছে ৬ এ। সাতে নেমে গেছে অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি শুরুর আগে ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ে দশ নম্বরে ছিল টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে রেকর্ডগড়া জয়ের পর ৪টি রেটিং পয়েন্ট পেয়ে তিন ধাপ এগিয়ে যায় মাহমুদলউল্লাহরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের পর অবস্থান এখন ছয়ে।

বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ২৪১। সাতে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ২৪০। ২৭৮ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে ইংল্যান্ড। এরপর যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

Facebook
Twitter
LinkedIn