২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৬:৩৮
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৬:৩৮

ইন্দোনেশিয়ার কারাগারে আগুন, ৪১ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার একটি কারাগারে ভয়াবহ আগুনে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকে। বুধবার সকালে ব্যানটে প্রদেশের একটি কারাগারে এই আগুন লাগে। সরকারি মুখপাত্র আগুনের কথা স্বীকার করেছেন।

ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারা বিভাগের মুখপাত্র রিকা অপ্রিয়ান্তি বলেন, তানজেরাং কারাগারের ব্লক সিতে রাত ১টা থেকে ২টার মধ্যে আগুন লাগে।

তিনি বলেন, আগুনের কারণ নির্ণয়ে অনুসন্ধান চলছে।
কারাগারটির এই অংশে মাদক-সম্পর্কিত অপরাধে আটক লোকদের রাখা হয়েছিল। এর ধারণ ক্ষমতা ১২২ জন হলেও আগুনের সময় কতজনকে রাখা হয়েছিল, তা জানা যায়নি। ইন্দোনেশিয়ার কারাগারগুলোতে সাধারণত ধারণক্ষমতার চেয়ে বেশি লোককে আটক রাখা হয়।

সরকারি তথ্য অনুযায়ী, রাজধানী জাকার্তার কাছে তানজেরাং কারাগারে দুই হাজারের বেশি বন্দী রয়েছে। সংখ্যাটি ধারণক্ষমতার চেয়ে ৬০০ বেশি।

কমপাস টিভির ভিডিওতে দমকলকর্মীদের ভবনটির ভয়াবহ আগুন দমনের চেষ্টা করতে দেখা যায়। টিভিতে বলা হয়, অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আটজন মারাত্মকভাবে ও ৭৩ জন সামান্য আহত হয়েছে।

সূত্র : রয়টার্স

Facebook
Twitter
LinkedIn