২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৮:৩৩
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৮:৩৩

ধারাবাহিক উত্থানে পুঁজিবাজার

টানা ৭ কর্মদিবস মূল্য সূচকের উত্থান অব্যাহত রয়েছে পুঁজিবাজারে। আজ বুধবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বেড়ে ৭ হাজার ১৯৬ পয়েন্টে অবস্থান করছে। যা সূচকটির ইতিহাসে এখন পরযন্ত সর্বোচ্চ উত্থান। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।

ডিএসই  সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ২ হাজার ৫৫৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৩১০ কোটি ৬৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৬৬ কোটি ১৬ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১৯৬ পয়েন্টে। যা সূচকটি ২০১৩ সালের ২৭ জানুয়ারি সূচকটি চালু হওয়ার পর সর্বোচ্চ অবস্থান।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৯ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২০ পয়েন্ট বেড়েছে।

বুধবার ডিএসইতে মোট ৩৭৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, দর কমেছে ১৮৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৮১ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৯৭৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৮৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার।

Facebook
Twitter
LinkedIn