ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসেও ডিএসইতে সূচকের বড় উত্থান হয়েছে। তবে সূচকের টানা উত্থান হলেও লেনদেন আগের দিনের তুলনায় ৩১০ কোটি টাকা কমেছে। এর আগের কার্যদিবসেও সূচক বাড়লেও লেনদেন সামান্য কমেছিল। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ দশমিক ৪৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৭ শতাংশ বেড়ে সাত হাজার ১৯৬ দশমিক ৩২ পয়েন্টে পৌঁছায়, যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ। ডিএসইএক্সের পাশাপাশি অন্য দুই সূচকেরও নতুন রেকর্ড হয়েছে। দেখা গেছে ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ২০ দশমিক শূন্য ৯ পয়েন্ট বা এক দশমিক ২৯ শতাংশ বেড়ে এক হাজার ৫৭১ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ২৯ দশমিক ৬০ পয়েন্ট বা এক দশমিক ১৪ শতাংশ বেড়ে দুই হাজার ৬১৩ দশমিক ৫৪ পয়েন্টে স্থির হয়। দুই হাজার ৪২৮ কোটি টাকা বেড়ে গতকাল বাজার মূলধন দাঁড়িয়েছে পাঁচ লাখ ৮২ হাজার কোটি টাকায়, যা ডিএসইতে সর্বোচ্চ।
ডিএসইতে এদিন মোট ৩৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৫২টির এবং কমেছে ১৮৬টির। বাকি ৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় দুই হাজার ৫৫৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল দুই হাজার ৮৬৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে গতকাল লেনদেন কমেছে প্রায় ৩১০ কোটি ৬০ লাখ টাকা।
ডিএসইতে এদিন ৬১ কোটি ৫৪ লাখ পাঁচ হাজার ৭০৪টি শেয়ার তিন লাখ ৫৬ হাজার ৬১০ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান পতনের চিত্র দেখা গেছে।
ডিএসইতে গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির ৯৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর সাত টাকা ৫০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৮৭ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ১১ টাকা ২০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ ১০-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ৭৯ কোটি ২৭ লাখ, বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের ৬৬ কোটি, বেক্সিমকো ফার্মার ৬৪ কোটি ৫০ লাখ, সাইফ পাওয়ারটেকের ৬১ কোটি ৫৩ লাখ, বিডি ফাইন্যান্সের ৩৬ কোটি ৭৫ লাখ, লাফার্জহোলসিম বাংলাদেশের ৩৫ কোটি এক লাখ, বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি ৩৩ কোটি ৪৮ লাখ এবং আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানির ৩২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
এদিকে ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল এস্কোয়্যার নিট কম্পোজিট লিমিটেড। সিভিও পেট্রোকেমিক্যালের ৯ দশমিক ৬৩ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৯ দশমিক ৫২ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৪১ শতাংশ, এগ্রিকালচার মার্কেটিং কোম্পানির আট দশমিক ৭৩ শতাংশ শেয়ারদর বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১১০ দশমিক ৮৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৮ শতাংশ বেড়ে ১২ হাজার ৫৭৯ দশমিক ৫০ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৮১ দশমিক ৮৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৭ শতাংশ বেড়ে ২০ হাজার ৯৭৯ দশমিক শূন্য এক পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ৩২৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১৩৫টির, কমেছে ১৫৯টির এবং ৩৫টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে গতকাল ৮৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে আর তার আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ১০৪ কোটি ১৬ লাখ টাকার।