২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১১:৪৪
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১১:৪৪

বুবলীর এখন সুসময়

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের হাত ধরেই ঢালিউডে আগমন শবনম বুবলীর। ক্যারিয়ারে যে ক’টি মুক্তিপ্রাপ্ত সিনেমায় অভিনয় করেছেন সব ক’টির নায়কই শাকিব খান। তাই সমালোচকরা বলতেন, শাকিব ছাড়া অন্য কারও সঙ্গে অভিনয়ের সুযোগ নেই বুবলীর। কিন্তু সমালোচকদের সেই ধারণা বদলে দিলেন এ নায়িকা। নায়ক নিরবের সঙ্গে জুটি বেঁধে ‘ক্যাসিনো’ নামে একটি ছবিতে অভিনয় করে বুঝিয়ে দিলেন, শাকিব ছাড়াও আমি চলতে পারি। তবে শাকিবের প্রতি কৃতজ্ঞতাবোধ কিন্তু একটুও কমেনি তার।

এদিকে দীর্ঘ বিরতি কাটিয়ে অভিনয়ে নিয়মিত হয়েছেন বুবলী। একের পর এক নতুন ছবিতে যুক্ত হচ্ছেন। পাশাপাশি টিভি বিজ্ঞাপনেও সরব। করোনাকালেও নিয়মিত শুটিংয়ে দেখা যাচ্ছে তাকে। যে সময় অন্য অনেক তারকাশিল্পীর হাতে সিনেমা নেই, সে সময় বুবলী ব্যতিক্রম। প্রত্যাশার চেয়েও প্রাপ্তিতে পূর্ণ হয়ে উঠছে তার অভিনয় ক্যারিয়ার। এক কথায় বলা যায়, বুবলীর বৃহস্পতি এখন তুঙ্গে। বর্তমান কাজের তালিকায় রয়েছে তপু খানের পরিচালনায় ‘লিডার’ এবং মো. ইকবালের পরিচালনায় ‘রিভেঞ্জ’।

সিনেমা দুটির শুটিং চলমান। এ ছাড়া শাহীন সুমনের পরিচালনায় ‘বিদ্রোহী’ ও আসিফ ইকবাল জুয়েলের পরিচালনায় ‘চোখ’ নামের দুটি সিনেমারও শুটিং করেছেন সাম্প্রতিক সময়ে। মুক্তির অপেক্ষায় আছে সৈকত নাসিরের পরিচালনায় ‘ক্যাসিনো’ সিনেমাটি। এ ছাড়া গত ঈদের পর ‘তালাশ’ নামের একটি সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। সব মিলিয়ে দারুণ সময় কাটছে এ নায়িকার । এ প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনার মধ্যেও আমি যেভাবে কাজ করছি, আমার এসব অর্জনই হয়েছে দর্শকের জন্য। তারা আমাকে সমর্থন করেন এবং উৎসাহ দেন বলেই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। এ ছাড়া পরিচালক, প্রযোজক এবং সহশিল্পীদের অবদানও আছে আমার অভিনয় ক্যারিয়ার এগিয়ে নেওয়ার পেছনে। সবার শুভ কামনায় আমি আগামী দিনগুলোতেও যেন ভালো অভিনয় করতে পারি, সে

Facebook
Twitter
LinkedIn