এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলতে তামিম ইকবাল এখন নেপালে অবস্থান করছেন। প্রথমবারের মত নেপালে খেলতে গিয়ে বেশ উচ্ছ্বসিত এই ওপেনার। চোট কাটিয়ে ভালো খেলতে মুখিয়ে আছেন তামিম।
ইপিএলে খেলতে গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোরে দেশ ছাড়েন তামিম। ফ্লাইট জটিলতায় স্বল্প দূরত্বের পথ পাড়ি দিতে হয় প্রায় ৮ গুণ বেশি সময়। নেপালে পৌঁছে ক্রিকেটিং নেপালকে সাক্ষাৎকার দেন তামিম।
তিনি বলেন,’‘নেপালে আসা নিয়ে খুব রোমাঞ্চিত ছিলাম। আগে কখনও নেপাল আসা হয়নি। অনেক সুন্দর একটি দেশ। ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশে নেপালের বিপক্ষে একবার খেলার সৌভাগ্য হয়েছিল। ইপিএল খেলতে মুখিয়ে আছি। প্রথম ম্যাচের দিকে দৃষ্টি রাখছি। আশা করছি ভালো একটি টুর্নামেন্ট হবে। আমার দলের হয়ে ভালো পারফরম্যান্স করতে চাই।’’
নেপালের ক্রিকেট নিয়ে বেশি জানাশোনা না থাকলেও তামিম খুশিই হয়েছিলেন ইপিএলে খেলার প্রস্তাব পেয়ে। নেপালে খেলার সুযোগকে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।
তামিম বলেন,’‘নতুন চ্যালেঞ্জ, প্রস্তাব পেয়ে খুশিই হয়েছিলাম। সত্যি বলতে নেপালের ক্রিকেট নিয়ে খুব বেশি কিছু জানি না। তাদের বিপক্ষে একটি ম্যাচই খেলেছি। সন্দ্বীপ লামিচানে বিপিএল খেলতে এসেছি, তাকে আমি চিনি। তাদের আরও কয়েকজনকে চিনি। তবে খুব বেশি জানাশোনা নেই।”