বর্তমান সময়ে মেবাইল ফোন ছাড়া একটি দিনও যেন কল্পনা করা যায় না। দরকারি এ যন্ত্রটি বিকল হয়ে গেলে ঝামেলার শেষ থাকে না। সঠিক যত্ন সম্পর্কে না জানার ফলে অনেক সময় মোবাইল সেট নষ্ট হয়ে যায়। আপনার প্রিয় ফোনসেটটিকে দীর্ঘদিন ভালো রাখার জন্য জেনে নিন কিছু টিপস।
১. মোবাইল সেটে ঘন ঘন চার্জ দেওয়ার দরকার নেই। অর্ধেক চার্জ শেষ হলে তবেই দিন চার্জ। অনেকে সারারাত ফোনে চার্জ দেন। এটা ঠিক নয়। চার্জ নেওয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পল্গাগ খুলে ফেলুন।
২. অন্য সেটের চার্জার দিয়ে কখনও চার্জ দেবেন না। সেটে ভিন্ন কোম্পানির ব্যাটারি ব্যবহার করাও অনুচিত।
৩. ব্যাটারি লো দেখানো অবস্থায় দীর্ঘক্ষণ ফোনে কথা বলবেন না।
৪. মোবাইলে পানি ঢুকলে সঙ্গে সঙ্গে ব্যাটারি খুলে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। তারপর সার্ভিসিং সেন্টারে নিয়ে যান।
৫. মোবাইল সেট হাত থেকে পড়ে গেলে ব্যাটারি খুলে আবার লাগান। ঠিক না হলে বিশেষজ্ঞ কারও সাহায্য নিন।
৬. মোবাইল সেটটিকে সুন্দর ও নিরাপদে রাখার জন্য ব্যবহার করতে পারেন মানানসই কভার।
৭. কম্পিউটার থেকে মোবাইলে গান বা অন্যান্য ফাইল নেওয়ার সময় সতর্ক থাকতে হবে যেন সেটে ভাইরাস আক্রমণ না করে।
৮. মোবাইলে কখনোই আগুনের আঁচ লাগতে দেবেন না। সরাসরি রোদ পড়ে এমন জায়গায়ও দীর্ঘ সময় সেট রাখা অনুচিত।
৯. মোবাইলে অতিরিক্ত গেম খেলা কিংবা অপ্রয়োজনে টেপাটিপি করার অভ্যাস সেটের আয়ু কমায়।
১০. মোবাইল সেট শিশুদের কাছে ছেড়ে দেবেন না কখনও।
১১. ব্যাগে বা পকেটে রাখার সময় সেটের কি প্যাড লক করে রাখবেন।
১২. সেটে দীর্ঘক্ষণ চার্জ রাখতে হলে বিভিন্ন অ্যাপিল্গকেশন ব্যবহার করুন বুঝে-শুনে।
১৩.অনেক সময় ধুলাবালি প্রবেশ করে মোবাইলের স্ক্রিন ঝাপসা হয়ে যায়। এ ধরনের সমস্যা হলে সাবধানে সেট খুলে স্ক্রিন ও কি প্যাড আলাদা করে পাতলা কাপড় দিয়ে মুছে নিন। না পারলে সেট দোকানে নিয়ে যান।
১৪. টাচস্ক্রিন ফোন হলে ব্যবহারে অতিরিক্ত সতর্কতা জরুরি। এ ধরনের সেট কখনও ভেজা হাতে ধরবেন না। জোরে চাপ দিয়ে কমান্ড দেওয়াও ঠিক নয়। অনেক সময় ধুলাবালি কিংবা তেল, পানির সংস্পর্শে এসে পর্দার স্পর্শকাতরতা নষ্ট হয়ে যায়, তাই টাচস্ক্রিন ফোন ব্যবহার করতে হবে সাবধানে।