২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৫৫
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৫৫

পল্লবীতে ৩ কলেজছাত্রী নিখোঁজ

রাজধানীর পল্লবী থেকে তিন কলেজশিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। বাসা থেকে বের হওয়ার সময় ওই তিন শিক্ষার্থী নগদ টাকা, স্বর্ণালঙ্কার, স্কুল সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী নিয়ে গেছেন বলে তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই তিন শিক্ষার্থী একে অপরের বান্ধবী বলে জানা গেছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় তারা বাসা থেকে বের হন।

নিখোঁজ তিন শিক্ষার্থী হলেন- কাজী দিলখুশ জান্নাত নিসা, কানিজ ফাতেমা ও স্নেহা আক্তার। তারা প্রত্যেকে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এদের মধ্যে দিলখুশ জান্নাত নিসা মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, স্নেহা পল্লবী ডিগ্রী কলেজ ও কানিজ ফাতেমা দুয়ারিপাড়া কলেজের শিক্ষার্থী।

নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের পরিবারের লোকজনের অভিযোগ, এই তিন শিক্ষার্থী নারী পাচারকারী চক্রের খপ্পরে পড়েছেন। বিদেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে একটি চক্র তাদের বাসা থেকে বের করে নিয়েছে।

এ বিষয়ে শুক্রবার (১ অক্টোবর) নিখোঁজ কাজী দিলখুশ জান্নাত নিসার মা মাহমুদা আক্তার পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি তিন তরুণকে অভিযুক্ত করেছেন। অভিযুক্তরা হলেন তরিকুল, রকিবুল ও জিনিয়া। এর মধ্যে জিনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের পরিচিত মুখ।

এ বিষয় পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বলেন, আমরা এই তিন শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn