দীর্ঘ ১০ মাস পর পাকিস্তান থেকে দেশে ফিরেছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম। গত বছরের ডিসেম্বরে কয়েকটি টিভি শো এবং একটি বিজ্ঞাপনের কাজ করতে দীর্ঘদিনের কর্মস্থল পাকিস্তানে গিয়েছিলেন তিনি। কাজ শেষে চলতি বছরের জুনে দেশে ফেরার প্রস্তুতি নিতেই করোনাভাইরাসজনিত লকডাউনের কারণে আটকা পড়েন তিনি। সে সময় পাকিস্তানের সব ফ্লাইট বাতিল করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে অবশেষে ২৬ সেপ্টেম্বর দেশে ফিরেছেন এ অভিনেত্রী। বর্তমানে রাজধানীর বারিধারায় নিজ বাসায় অবস্থান করছেন। দীর্ঘদিন বিদেশে অবস্থান করা প্রসঙ্গে শবনম বলেন, ‘পাকিস্তানে কাজে গিয়েছিলাম। কিন্তু কাজ শেষে সেখানে এতটা সময় ধরে অযথাই থাকাটা আমার কাছে খুব খারাপ লাগছিল। অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কবে দেশে ফিরব। শেষ পর্যন্ত ফ্লাইট চালু হওয়ার সঙ্গে সঙ্গেই দেশে ফিরলাম। অনেকদিন পর দেশে ফিরে মনে হচ্ছে আমি আমার হারিয়ে যাওয়া নিজেকে খুঁজে পেয়েছি।’ অভিনয়ে ফেরা প্রসঙ্গে তিনি জানান, গল্প যদি মৌলিক হয় এবং তার চরিত্রটি যদি গুরুত্বপূর্ণ চরিত্র হয়, তাহলে অবশ্যই তিনি সিনেমায় অভিনয় করবেন। এ জন্য অপেক্ষাও করছেন।