চলতি বছরের সেপ্টেম্বর মাসের লেনদেনের ওপর ভিত্তি করে শীর্ষ ব্রোকারেজ হাউজের তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তালিকায় গত মাসে শীর্ষে অবস্থান করছে লংকা বাংলা সিকিউরিটিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত মাসে দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড। আর তৃতীয় স্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড।
এ তালিকার শীর্ষ ২০ ব্রোকারেজ হাউজের অন্য প্রতিষ্ঠানগুলো হলো: ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড, সিটি ব্রোকারেজ লিমিটেড, ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড, ইবিএল সিকিউরিটিজ লিমিটেড,শেলটেক ব্রোকারেজ লিমিটেড, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড, ইউনাইটেড সিকিউরিটি লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ লিমিটেড।
এছাড়া আরো রয়েছে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড, শান্ত সিকিউরিটিজ লিমিটেড, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড, শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, মার্কেনটাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, বিডি সান লাইফ সিকিউরিটিজ লিমিটেড এবং এবি সিকিউরিটিজ লিমিটেড।