ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ১৪ অক্টোবর এবং ১৭ অক্টোবর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। কোম্পানিগুলো হলো- ইবনে সিনা এবং বে-লিজিং। রেকর্ড ডেটের কারণে আগামী ১৮ অক্টোবর এ দুই কোম্পানির শেয়ার লেনদন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৪৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-9105201173730106&output=html&h=280&adk=2148440151&adf=4135242712&pi=t.aa~a.2869006522~i.4~rp.4&w=765&fwrn=4&fwrnh=100&lmt=1634101855&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=9551780331&psa=1&ad_type=text_image&format=765×280&url=https%3A%2F%2Fwww.sharenews24.com%2Farticle%2F40860%2Findex.html&flash=0&fwr=0&pra=3&rh=192&rw=765&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiOTQuMC40NjA2LjcxIixbXSxudWxsLG51bGwsIjY0Il0.&tt_state=W3siaXNzdWVyT3JpZ2luIjoiaHR0cHM6Ly9hdHRlc3RhdGlvbi5hbmRyb2lkLmNvbSIsInN0YXRlIjo3fV0.&dt=1634101855918&bpp=3&bdt=1782&idt=4&shv=r20211011&mjsv=m202110070201&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Dec4926d399395255-22b2c454a1cb0000%3AT%3D1631537026%3ART%3D1631537026%3AS%3DALNI_MbFomyn0oucjMDh_RUAGRB1mFFJTA&prev_fmts=0x0%2C980x280%2C336x280&nras=3&correlator=3056953082882&frm=20&pv=1&ga_vid=2017329670.1613985813&ga_sid=1634101856&ga_hid=1917392565&ga_fc=0&u_tz=360&u_his=9&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&dmc=4&adx=195&ady=1420&biw=1349&bih=568&scr_x=0&scr_y=0&eid=31062945%2C31063101%2C21067496&oid=2&pvsid=4231108712365746&pem=906&ref=https%3A%2F%2Fwww.sharenews24.com%2Findex.php%3Fpage%3Dnews%26cid%3D3&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C568&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&ifi=4&uci=a!4&btvi=2&fsb=1&xpc=jkjS6shhO5&p=https%3A//www.sharenews24.com&dtd=41
ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৮ নভেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
সর্বশেষ বছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ১৫ টাকা ৬৬ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় হয়েছিল ১২ টাকা ৫৬ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৭ টাকা ৬৭ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ১৫ টাকা ৯২ পয়সা।
গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৮ টাকা ৬৯ পয়সা।
এদিকে, আর্থিক খাতের কোম্পানি বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত আর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৪ নভেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
সর্বশেষ বছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে এক টাকা ১৪ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ০৭ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৯৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৮০ পয়সা।