২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:৪২
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:৪২

ভারতকে ১০ উইকেটে হারাল পাকিস্তান

আইসিসির টুর্নামেন্টে ভারতের বিপক্ষে বরাবরই নাকাল পাকিস্তান। এই ম্যাচে খেলতে নামার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ ৫ দেখার সবকটিতেই হেরেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের আসরে এসে নিজেদের হারের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে পাকিস্তান। বিশ্বকাপ মিশনের ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে বাবর আজমের দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারতের বিপক্ষে পাকিস্তানের যা প্রথম জয়। ৭৯ রানে মোহাম্মদ রিজওয়ান ও ৬৮ রানে অপরাজিত ছিলেন বাবর।

জয়ের জন্য ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন বাবর ও রিজওয়ান। শুরু থেকেই ভারতীয় বোলারদের দেখে শুনে খেলতে থাকেন এই দুই ব্যাটসম্যান। পাওয়ার প্লেতে কোন উইকেট না হারিয়ে ৪১ রান তোলে পাকিস্তান।

সময় যত গড়িয়েছে ম্যাচে ততই আধিপত্য বিস্তার করতে থাকেন রিজওয়ান ও বাবর। ১২.৫ ওভারে দলীয় ১০০ রান পূর্ণ করে পাকিস্তান। এর আগে হাফ সেঞ্চুরি তুলে নেন বাবর। চারটি চার ও দুটি ছক্কার সাহায্যে ৪০ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন পাকিস্তানের অধিনায়ক।

বাবরের পর হাফ সেঞ্চুরি পেয়েছেন আরেক ওপেনার রিজওয়ান। জসপ্রিত বুমরাহর বলে চার মেরে ৪১ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। পুরো ম্যাচ জুড়ে বাবর-রিজওয়ানের সামনে তেমন কোন চ্যালেঞ্জই ছুঁড়ে দিতে পারেনি ভারতের বোলাররা। শেষ পর্যন্ত ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাঁদের দুজনের ব্যাটিংয়েই ১০ উইকেটের জয় দেখে পাকিস্তান। দারুণ ব্যাটিং করা রিজওয়ান ৭৯ এবং বাবর অপরাজিত ছিলেন ৬৮ রানে। ভারতের হয়ে কোন বোলারই উইকেটের দেখা পাননি।

এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিং করলেও পাকিস্তানের বিপক্ষে ব্যর্থ রোহিত শর্মা। ইনিংসের প্রথম ওভারে আফ্রিদির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ডানহাতি এই ওপেনার।

দারুণ ফর্মে থাকা লোকেশ রাহুলও আউট হয়েছেন মাত্র ৩ রান করে। ডানহাতি এই ব্যাটারকেও ফেরান পেসার আফ্রিদি। চারে নেমে ভালো শুরুর আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি সূর্যকুমার যাদব। পেসার হাসান আলির বলে মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন ১১ রান করা ডানহাতি এই ব্যাটার।

চতুর্থ উইকেট জুটিতে দারুণ ব্যাটিং করেন কোহলি ও পান্ত। তারা দুজনে মিলে যোগ করেন ৫৩ রান। দারুণ ব্যাটিং করতে থাকা পান্ত ৩০ বলে ৩৯ রানের ইনিংস খেলে আউট হলে ভাঙে তাদের দুজনের এই জুটি। দলের বিপর্যয়ের দিনে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন কোহলি। হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর অবশ্য ইনিংস বড় করতে পারেননি ভারতের এই অধিনায়ক। আফ্রিদির বলে রিজওয়ানকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৪৯ বলে ৫৭ রান করা কোহলি। শেষ দিকে হার্দিক পান্ডিয়া ৯ বলে ১১ রান করেছেন। তাতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে ভারত।

Facebook
Twitter
LinkedIn