২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৬:৩৬
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৬:৩৬

সেন্টমার্টিনে টানা জালে মিললো ৬ লাখ টাকার লাল কোরাল

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে এবার হাতের টানা জালে মিলল ২০৪টি লাল কোরাল। প্রতিটি লাল কোরালের ওজন প্রায় ৫ থেকে ৬ কেজি। বুধবার বিকেলে দ্বীপের ডেইলপাড়া সাগরে এসব লাল কোরাল মাছ ধরা পড়ে। এরপর ঘাটে মাছগুলো রাখলে স্থানীয় লোকজন সেগুলো দেখতে ভিড় জমান।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা খোরশেদ আলম বলেন, বুধবার বিকেল ৩টায় সেন্টমার্টিনের উত্তরে রশিদ প্রকাশ বাগ্গুলা রশিদসহ ১৫ জনের জেলে নৌকাযোগে উপকূলে জাল ফেলে। ঠিক এক ঘণ্টা পর হাতে টেনে জালটি দ্বীপের ডেইল পাড়ায় বালিয়াড়িতে আনা হয়। পরে জালের মধ্যে ২০৪টি লাল কোরাল পাওয়া যায়।

রশিদ প্রকাশ বাগ্গুলা রশিদ বলেন, এক ঘণ্টা পর জাল টেনে তুলতেই লাল কোরাল মাছগুলো দেখতে পান। জালে ধরা ২০৪টি লাল কোরাল পাওয়া যায়। প্রতিটি ওজন প্রায় ৫ থেকে ৬ কেজির মতো। মাছগুলো পরে ছয় লাখ টাকায় বিক্রি করা হয়। মাছগুলো কিনেছেন স্থানীয় ব্যবসায়ী মুফিজ আলম।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, সেন্টমার্টিন দ্বীপে স্থানীয় এক জেলের জালে অনেকগুলো লাল কোরাল ধরা পড়েছে শুনেছি। এসব মাছ ৬ লাখ টাকায় বিক্রিও হয়েছে। তবে অতীতে সেন্টমার্টিন ও টেকনাফে জেলেদের জালে এমন কোরাল মাছ ধরা পড়ার ঘটনা রয়েছে

Facebook
Twitter
LinkedIn