সরকারি শেয়ার অফলোডে এবার নতুন বাহানা পেয়েছে কম্পানিগুলো। আর তা হলো ‘করোনাভাইরাস’। বেশ কয়েকটি কম্পানি অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে, করোনার কারণে তারা শেয়ার অফলোডের কার্যক্রম হাতে নিতে পারেনি। কোনো কোনো ব্যাংকের পর্ষদ সভায় এ বিষয়ে আলোচনাই হয়নি। সরকারি ব্যাংকের শেয়ার অফলোডের সর্বশেষ অবস্থা নিয়ে অর্থ মন্ত্রণালয়ে আইসিবির পাঠানো প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে। এ ব্যাপারে সরকারি কম্পানির শেয়ার অফলোডের তদারকি কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে কালের কণ্ঠকে বলেন, ‘সরকারি শেয়ার অফলোডের কাজ চলছে। আমরা সামনে আবারও বৈঠকে বসব। তখন এগুলোকে দিকনির্দেশনা দেওয়া হবে।’