টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান সপ্তম আসরে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে হেরে যায় ভারত
এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপের সেমিফাইনালের আগেই বিদায় নেয় বিরাট কোহলিরা।
বিশ্বকাপে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলের এমন বাজে পারফরম্যান্স নিয়ে কোচ রবি শাস্ত্রী বলেন, বড় ম্যাচের আগে মানসিকভাবে তৈরি থাকতে হয়। সেটা আমরা ছিলাম না। কোনও অজুহাত দিতে চাই না। আমরা হারতে ভয় পাই না। কিন্তু এখানে একটা কিছুর অভাব ছিল। তাই আমরা জেতার চেষ্টাই করিনি।
তিনি আরও বলেন, আইপিএল ও বিশ্বকাপের মধ্যে আরও সময় রাখা উচিত ছিল। সেটা ছিল না।
শাস্ত্রী বলেন, গত পাঁচ বছরে বিশ্ব জুড়ে এই দল যে পারফর্ম করেছে তার জন্য ইতিহাসে নাম তোলার ক্ষমতা রয়েছে এই দলের। আমার সেই বিশ্বাস রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের বিশ্বকাপ থেকে বেরিয়ে যেতে হচ্ছে।
কোহলির প্রশংসা করে কোচ বলেন, অধিনায়ক হিসাবে দুর্দান্ত কাজ করেছে কোহলি। গত পাঁচ বছর ধরে টেস্ট ক্রিকেটের উজ্জ্বলতম মুখ সে। তাই ওর প্রশংসা প্রাপ্য।
ভারতীয় দলের নতুন কোচ রাহুল দ্রাবিড় প্রসঙ্গে শাস্ত্রী বলেন, রাহুল একটা দারুণ দল তৈরি করেছে। তাই এখান থেকে ভারতীয় দলের মানকে ও আরও উঁচুতে নিয়ে যাবে।