লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের বিরুদ্ধে মামলার পূর্ণ শুনানি আজ বৃহস্পতিবার কুয়েতের আদালতে শুরু হচ্ছে। তাঁর বিরুদ্ধে মানব ও অর্থ পাচার এবং শ্রমিক শোষণের অভিযোগ আনা হয়েছে। গত ৬ জুন রাতে পাপুলের কুয়েতের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে কারাগারে থাকা তাঁর আটকাদেশের মেয়াদ পঞ্চমবারের মতো বাড়ানো হয়েছে। পাপুলের সঙ্গে সম্পৃক্ততা থাকা এবং তাঁকে সহযোগিতা করার অভিযোগে কুয়েতের পার্লামেন্টের দুই সদস্য সাদাউন হামাদ ও সালাহ খুরশিদ, জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা মেজর জেনারেল শেখ মাজন আল-জারাহসহ মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। কুয়েতের দৈনিক আল কাবাস ও আল রাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মেজর জেনারেল শেখ মাজন আল-জারাহ এবং অন্য দুই সরকারি কর্মকর্তা হাসান আবদুল্লাহ আল খাদের ও নওয়াফ আলী আল শালাহিকে আজ আদালতে হাজির করা হবে।