২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৬:৫১
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৬:৫১

ফিফা সেরাদের নাম জানাবে আগামী জানুয়ারিতে

ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার চলতি বছরের সেরা খেলোয়াড় এবং কোচের পুরস্কার দেওয়া হবে ২০২২ সালের ১৭ জানুয়ারি। আনুষ্ঠানিক এক বিবৃতিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।

করোনা মহামারীর কারণে গেলবারের মতো এবারও ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফার হেডকোয়ার্টার থেকে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ নামে অনুষ্ঠানটি পরিচালনা করা হবে।

ফিফা পুরস্কারের জন্য জাতীয় দলের অধিনায়ক, কোচ, দর্শক এবং নির্বাচিত গণমাধ্যমকর্মীরা আগামী ২২ নভেম্বর থেকে ভোট দিতে পারবেন। ভোট কার্যক্রম চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

গেলবার ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি। নারী ফুটবলার হিসেবে বর্ষসেরা খেলোয়াড়ের এই পুরস্কার উঠেছিল আগের মৌসুমে লিওঁ এবং ম্যানচেস্টার সিটির হয়ে খেলা ইংলিশ ফুটবলার লুসি ব্রোঞ্জের হাতে।

এদিকে, গেল দুই বছর ফিফার বর্ষসেরা কোচের খেতাব জিতেছেন লিভারপুলের জার্মান ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ। নারী কোচ হিসেবে সবশেষ এই অ্যাওয়ার্ড জিতেছিলেন বর্তমানে ইংল্যান্ড নারী দলের কোচ সারিনা ভিয়েগম্যান।

বর্ষসেরা ফুটবলার এবং কোচ ছাড়াও সেরা গোলকিপার, বছর সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড এবং ফ্যান অ্যাওয়ার্ড দিয়ে থাকে ফিফা। ঘোষণা করা হয় বর্ষসেরা একাদশ-ফিফপ্রো মেনস ওয়ার্ল্ড ইলেভেনও।

ফিফা এখন আলাদাভাবে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান করে। মাঝে ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সঙ্গে যৌথভাবে ফিফা ব্যালন ডি’’অর প্রদান করতো।

Facebook
Twitter
LinkedIn