২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:৪২

বাঘারপাড়ায় হাইব্রিড ধাঁন (১৬ হাজার উনিশ) ফলন দেখে আগ্রহ বেড়েছে কৃষকদের “

প্রতিবেদক ] সাঈদ ইবনে হানিফ ঃ

— যশোরের বাঘারপাড়ায় এবছর কৃষকরা নতুন জাতের হাইব্রিড ধাঁন ১৬ হাজার ১৯ চাষ করে বাম্পার ফলন পেয়েছে । ফলে আগামীতে কৃষকদের মধ্যে এই ধান চাষের আগ্রহ দেখা দিয়েছে । খবর নিয়ে জানা গেছে, অনেকটা আটাশ ২৮, জাতের মত এই ধান কিছুটা লম্বা । গাছ মোটা এবং আড়াই থেকে তিন ফুট উচ্চতার গাছের প্রতিটি বাইলে ঘন ধানের গাথুনি। ফলন প্রতি শতকে ২৫- ৩০ কেজি। যা অন্যান্যে ধানের থেকে বেশি । কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, নতুন এই ধাঁনের রোগ বালা অনেক কম তাই উৎপাদন খরচ ও কম। উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের কৃষক ইকবাল কবির বলেন, গত বছর তাদের মাঠে মাত্র একজন কৃষক এই ধাঁন চাষ করেছিল। ভালো ফলন দেখে এই বছর তাদের মাঠে চারজন কৃষক ৮- ৯ বিঘা জমিতে নতুন জাতের হাইব্রিড (ষোল হাজার উনিশ) ধাঁন চাষ করে । তারা বলেন, এবছর ধাঁনে বিভিন্ন ধরনের রোগবালাই এবং পোকার আক্রমণে কৃষক অনেকটা নাজেহাল হলেও এই ধাঁনে পোকার আক্রমণ ও রোগ বালা কম ছিল। ঘোষনগর গ্রামের কৃষক সেলিম হোসেন, বাগডাঙ্গা গ্রামের লাভলু , ইকবাল কবির শরিফুল ইসলাম বলেন, ৪৮ শতকের বিঘায় ৩৫-৩৬ মন করে ধাঁন হয়েছে । যা অন্য ধাঁনের তুলনায় বিঘা প্রতি ১০-১৫ মন বেশি । কৃষক ইকবাল কবির বলেন, বাজারে নিয়ে ১১৭০/- টাকা (মন) দরে বিক্রি করেছি । কৃষকরা বলেন, দামে কিছুটা কম হলেও ফলন বেশি এবং উৎপাদন খরচ কম তাই আগামীতে এই ধাঁন চাষে কৃষকদের আগ্রহ দেখা দিয়েছে ।

Facebook
Twitter
LinkedIn