Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১০:২২

ইটনায় বজ্রপাতে বাল্কহেড শ্রমিক নিহত

কিশোরগঞ্জের ইটনায় বাল্কহেড দিয়ে বালু নেওয়ার সময় বজ্রপাতে আল আমিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) বিকালে উপজেলার এলংজুরী বাজারের অদূরে নয়াগাঙে বজ্রপাতে এই নিহতের ঘটনাটি ঘটে।

নিহত আল আমিন পার্শ্ববর্তী মিঠামইন উপজেলার বন্নাকান্দি গ্রামের হেলাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাল্কহেড দিয়ে বালু নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল আল আমিন।

বুধবার (৩০ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে ইটনা উপজেলার এলংজুরী নয়াগাঙ অতিক্রম করার সময় বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রাঘাতে বাল্কহেডেই আল আমিনের মৃত্যু হয়।

ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook
Twitter
LinkedIn